শুকনো ভাবনা

তুমি কি ডাক পারানির গান গায়
বসন্তের কোকুলি ডাকার মতো-
তুমি কি ভাব ডুবানির রাতে ডুব
ঐ জলহস্তি ডুব দেয়ার মতো;
সবিই আছে ঐ তারার মতো-
তুমি আরও আরও ভাল থাকো।

ভাবো চাঁদ পোহানোর সূর্যটা
শুধু খরতাপে খুব দেয় নিক্ষুদ যন্ত্রনা-
মধুমাখা ডাক হারানোর প্রতিধ্বনি
বকুলের গন্ধগায়ে শুঙ্গা যায় না ।

সবি তো কালগভীরে শুকে গেছে
ঠিক ঐ রূপচাঁদা শুটকির মতো;
মনপাহাড়ে নীলসবুজের খেলার মেলা-
দু’চোখ জুড়ে আষাঢ় বাদলের ঝর্ণা।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “শুকনো ভাবনা

  1. তুমি কি ভাব ডুবানির রাতে ডুব
    ঐ জলহস্তি ডুব দেয়ার মতো;
    মনপাহাড়ে নীলসবুজের খেলার মেলা-
    দু’চোখ জুড়ে আষাঢ় বাদলের ঝর্ণা। ____ অনেক সুন্দর প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।