রহস্যের চাবিতে ঢাকা অদ্ভুত জীবন
উপেক্ষিত হতে হতে কালো পাথর – ঘুটঘুটে আঁধার
তারপর ধুপের মতো পুড়িয়ে নিজেকে শেষ করা
তোমার আলোটুকু ছড়িয়ে দাও – বাঈজীর ঘরে
এখানে বিদ্যুতের বড় অভাব
তল্পিবাহক হলেও আমাদের আছে নিজস্ব সুর
প্রস্তরে খোদাই করা অনন্য প্রতিমা
রাতগুলোকে জ্বালিয়ে দিয়ে উৎসবে মাতি
নাচঘর – বৃহৎ আসর – সমূহ বিলাপ সব নিভে গেলে
তোমরা মানুষ হয়ে ঘরে ফিরে যাও
আমরা মূলত মৃতনদী – রহস্যের চাবিতে ঢেকে রাখি
জৌলুসহীন এক অদ্ভুত জীবন।
আসলেই রহস্যের চাবিতে ঢাকা অদ্ভুত আমাদের জীবন। বৃত্তে ঘেরা জীবন।
ধন্যবাদ মুরুব্বী
জীবনের সুরটা অদভুত
ধন্যবাদ
আমরা মূলত মৃতনদী – রহস্যের চাবিতে ঢেকে রাখি
জৌলুসহীন এক অদ্ভুত জীবন।
// কবিতায় জীবনের ব্যাপ্তি অনেক বড় ! নিষিদ্ধ জীবনের চিত্র আপনার কবিতায় অসাধারণ ফুটে উঠেছে । অভিনন্দন কবি মোকসেদুল ইসলাম সুন্দর কবিতার জন্য !
সুন্দর বিশ্লেষণ এর জন্য ধন্যবাদ ভাই
রহস্যে ঢাকা জীবন কথা তো সত্য। সব বিলাপ নিবে গেলে——-
বেশ লাগল শুনতে।
অনেক শুভেচ্ছা ও ভালবাসা নিবেন কবি।
ধন্যবাদ আনু ভাই