সুখনীতির গল্প
তোমার কান চুলকানোর সুখ মেটাতে
রোজ কি তুলা ব্যবহার করো? কাবাশের তুলা-
না রঙ বেরঙের কটনবাটন- কি অদ্ভুত
এ শিমুলতুলার নাগালি পেলো না!
তুলার বাগান জুড়ে হাতছানির করেছে অহাকার-
ঠিক যেমন চৈত্র মাসের খরাবান!
একি একি তুলোই উড়ে- তুলোই ঝরে-
আলোই ভাল সুখনীতির বেজায় বড় কান।
কানচুলকানির গল্প হলো কৃষ্ণচূড়াতে তুফান
উড়তুলোর সুরসুরিতে লজ্জাচোখে ঘুমভাঙ্গার অম্লান!
না -না সুখনীতির গল্পটা যে তুলরি জান-
কানচুলকাও যখন তখন আসুক না মান অভিমান।
ইন্টারেস্টিং কবিতা।
দাদা খমা করবেন আসলে অফিসের সমস্যার
কারনে এড হতেপারিনা
তবে যে কাজটা করছেন খুবি ভাল
কানচুলকাও যখন তখন আসুক না মান অভিমান।
//অনেক মজা পাইছি ভাই ! অভিনন্দন মজার কবিতার জন্য !