বর্ষার জলে বুনো গন্ধ

বর্ষার জলে বুনো গন্ধ

বর্ষার জলে হিজল ডুবেছে
ডুবেছে নলখাগড়ার বনও
রিমঝিম বাদলে ডাহুক ডাহুকি
পাখা ঝাপটায় জলের নন্দন রিদমে
এলো মেলো হাওয়ায় ভেসে আসে
বর্ষা জলের বুনো গন্ধ;
চুড়ই জোড়া পালক ফুলিয়ে
তারই মৃদু নেশায় ঝিমায় ঝুল কার্নিশে
এমনি কাক ভেঁজা বাদলে।

বানের ভাসান নতুন জলে
পানকৌড়ি ডুবে ডুবে সারা,
ঠোঁটে তার গেঁথে দুলে;
নতুন জলে চকে চকে
সোনালি রাঙা শাড়ি পড়া পুঁটি মাছ;
আগাছার ঝোপঝাড় ডুবেছে বানে
দুই একটা ডগা জলের স্রোতে
তির তির করে কাঁপে;
হিজল পাতার হলুদ অঙ্গে সবুজ শেওয়া।

১৪২৪/২১, আষাঢ়/বর্ষাকাল।

6 thoughts on “বর্ষার জলে বুনো গন্ধ

  1. ভালো লাগলো।
    শুভেচ্ছা নিবেন।

  2. বর্ষার অনবদ্য কবিতা ! ভীষণ ভালো লাগলো ! শুভ কামনা কবি চারু মান্নান ভাই !

    1. আনিসুর ভাইকে আমার বর্ষা ভালোবাসা

    1. এই বর্ষা আমার ভালোবাসা যেন বন্ধু,,,,,,,,,,,,,

মন্তব্য প্রধান বন্ধ আছে।