আমি মানুষ দেখি মানুষ

আমি মানুষ দেখি, মানুষ…
মানুষের ভেতর দেখতে কুকুরের মতো ল্যাজামুড়ো দিয়ে বসে থাকি, মানুষের পায়ের কাছে!
তাদের ভেতরের কুকুরটা দেখবো বলে।
আমি মানুষ দেখি, মানুষ….

আমি প্রতিনিয়ত মানুষ দেখি হরেকরকম মানুষ,
একেকজন মানুষ এতোই নির্জন!
যেন হাজার অন্ধকার ঘিরে রেখেছে!
আবার একেকজন মানুষ যেন অস্তিত্বহীন!
আমি মানুষ দেখি, মানুষ…

আমি মানুষের ভেতর খুঁজতে মানুষের পায়ের কাছে হামাগুড়ি দেই,
কখনো দেখি- মানুষ নির্মম এক ঘাতক!
আমি ঘাতকের হাতে বিধ্বস্ত হই! ঘাতকের ভেতরের কুকুরটা দেখবো বলে।
আমি মানুষ দেখি, মানুষ…

মানুষ, সে তো শ্রেষ্ঠ মানব,
সব সৃষ্টির শেরা,
অথচ মানুষের ভেতরেই দেখেছি একেকরকম দাম্ভিকতা! পশুত্ব! হৃদয়হীন!
আমি সেব মানুষ দেখি, মানুষ….

মানুষের ভেতর দেখতে যদিও আমি অক্ষম,
তবুও আঁকারে ইঙ্গিতে দেখতে থাকি, মানুষের অসহায়ত্ব! মানুষের অশ্রুসিক্ত আঁখি!
আমি মানুষ দেখি, মানুষ….

প্রতি সন্ধ্যাবেলায় আমার বুকের ভেতর কুয়াশায় ভরে উঠে বহুরূপে গুণান্বিত মানুষগুলো দেখে।
আমি মানুষ দেখি, মানুষ…
আমি কেবল বিধ্বস্ত হই! মানুষ দেখে।

3 thoughts on “আমি মানুষ দেখি মানুষ

  1. প্রতি সন্ধ্যাবেলায় আমার বুকের ভেতর কুয়াশায় ভরে উঠে বহুরূপে গুণান্বিত মানুষগুলো দেখে।
    আমি মানুষ দেখি, মানুষ…
    আমি কেবল বিধ্বস্ত হই! মানুষ দেখে।
    *কোথায় কোথায় যেন কোন কবির কবিতার সাথে একটু একটু মিলে যাচ্ছে বলে মনে হচ্ছে ! শুভকামনা থাকলো !

    1. হয়তো লেখার ভাব মিলেও যেতে পারে, জানিনা!
      তবে কোন কবির কবিতায় মিলে যায় মনে করে যানাতেন।
      শুভ কামনা রইলো শ্রদ্ধেয়।

  2. আমিও মানুষ দেখি কিন্তু মানুষ চিনি না। শুভ সকাল কবি। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।