জন্মদিন
শুধু দীর্ঘশ্বাস, জন্মনেয়ার কথামালাগুলো ভুলেগেছি
নিঠুর বাস্তবতার উড়ন্ত প্রজাপতি আর মৌমাছি-
নিত্যই খেলার ঘোরে ছলনায় বহু মেঘ
বহু মাইল শুধু হাতছানি!
তবুও আলফী আকুকদের জন্মানোর কান্নার ধ্বনি
বেদনা কাতর অনুভূতিতে পেয়েছি শুধু একটু
একটু জন্মনেয়ার নারা-
শুভ অশুভোর কার্যকর্ম দাঁড়িয়ে আছে- নিত্যক্ষণে
প্রত্যাবর্তন করে শুধু জন্ম আর মৃত্যুর
শোক আনন্দ সারা ।
অতএত জন্মদিন উৎসব আসবে
মৃত্যুবার্ষিকীর শ্রাবণ হবে
এই তো ভাবদোয়াড়ির খেলার মেলা, রঙধনু গোধূলি বেলা।
“শুভ অশুভোর কার্যকর্ম দাঁড়িয়ে আছে- নিত্যক্ষণে
প্রত্যাবর্তন করে শুধু জন্ম আর মৃত্যুর
শোক আনন্দ সারা।”
___ তারপরও জন্মদিনের শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি. সরকার।
আপনার কবিতায় কিছু নতুন শব্দ অথবা আমার না জানা শব্দ খুজে পাই ! “আলফী আকুকদের” শব্দদ্বয়ের অর্থ জানার অপেক্ষায় রইলাম !