জন্মদিন

জন্মদিন

শুধু দীর্ঘশ্বাস, জন্মনেয়ার কথামালাগুলো ভুলেগেছি
নিঠুর বাস্তবতার উড়ন্ত প্রজাপতি আর মৌমাছি-
নিত্যই খেলার ঘোরে ছলনায় বহু মেঘ
বহু মাইল শুধু হাতছানি!

তবুও আলফী আকুকদের জন্মানোর কান্নার ধ্বনি
বেদনা কাতর অনুভূতিতে পেয়েছি শুধু একটু
একটু জন্মনেয়ার নারা-
শুভ অশুভোর কার্যকর্ম দাঁড়িয়ে আছে- নিত্যক্ষণে
প্রত্যাবর্তন করে শুধু জন্ম আর মৃত্যুর
শোক আনন্দ সারা ।

অতএত জন্মদিন উৎসব আসবে
মৃত্যুবার্ষিকীর শ্রাবণ হবে
এই তো ভাবদোয়াড়ির খেলার মেলা, রঙধনু গোধূলি বেলা।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “জন্মদিন

  1. “শুভ অশুভোর কার্যকর্ম দাঁড়িয়ে আছে- নিত্যক্ষণে
    প্রত্যাবর্তন করে শুধু জন্ম আর মৃত্যুর
    শোক আনন্দ সারা।”

    ___ তারপরও জন্মদিনের শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আপনার কবিতায় কিছু নতুন শব্দ অথবা আমার না জানা শব্দ খুজে পাই ! “আলফী আকুকদের” শব্দদ্বয়ের অর্থ জানার অপেক্ষায় রইলাম !

মন্তব্য প্রধান বন্ধ আছে।