বিনা কারনে মন খারাপ

সেদিন বিনা কারনে মন খারাপ হল
ভাবলাম মোবাইলটা আচড়ে ভেঙ্গে ফেলি
মন খারাপের একটি কারণ বের হবে অন্তত

সেদিন এক বন্ধু বলল তার মন খারাপ
কিন্তু কারণ বলতে পারল না
বললাম আমার মত কিছু একটা ভাঙ
তাহলে মন খারাপের কারণ বের হবে

আসল কথা হল-সব চাহিদা মিটে গেলেও
মন খারাপ করে
কারণে বা অকারণে মন খারাপ করে
তবে কারণ খুঁজে না পেলে দেয়ালে হাতটা
জোরে ঘাই মারুন আল বলুন
হাতে ব্যথা হয়েছে তাই মন খারাপ করছে।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

2 thoughts on “বিনা কারনে মন খারাপ

  1. হাহাহা। বিনা কারনে মন খারাপ করতে নেই কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সকাল সকাল মনটা ভালো হয়ে গেল ! তবে কারন একটা কিন্তু আছে ! আর সেটা হচ্ছে আপনার সুন্দর এই মন খরাপের কবিতা !

মন্তব্য প্রধান বন্ধ আছে।