বিদ্ধ বজ্রপাতের দিনগুলো ২
একটা সময় পর্যন্ত ঘড়ির কাঁটায় তুরতুর হাঁটাচলা। কোন এক অপরিচিত ভীড় ভাড়াক্কায় অপেক্ষার টিকটক টিকটক। ট্যাক্সির উইন্ডস্ক্রিন ঝাপসা হয়ে যায় নাগাড় আকাশ কান্নায়। অথচ তখন বিষাদের আবহ জরুরী ছিল না। ইঁট রঙ গলি বেয়ে তরতর … ওমনি আকাশ চোখ মুছে একগাল হেসে… ‘এসো হে জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি …’। লম্বা কালো অ্যাসফল্টের রাস্তা বেয়ে অচেনা এক ব্রিজের মাথায় পতপত পতপত পতাকা উড়িয়ে কোন দূর এক মন্দিরের দরজায় ঢং ঢং ঢং চার্চের ঘন্টা বেজে ওঠে। অবাক, ভীষণ অবাক করা শরৎ হেমন্তের সন্ধিক্ষণ পার্স থেকে ভেজা ন্যাপকিন বার করে যত্নে মুখ গাল ঠোঁট মুছিয়ে হাসে।
পঞ্চমুন্ডির আসনে খিলখিল হেসে ওঠে খিল্লিবাজ শকুন্তলার আত্মা। নেচার তার দুশো পঞ্চাশ এমএম জুম লেন্সে তুলে নেয় সদ্য পট বিবর্তনের গল্প। সানগ্লাসে রিফ্লেট হয় আগামী ঘৃণার নীল শার্ট প্রতিচ্ছবি। এখানেই শুরু হয়ে যায় পম্পেই নগরীর ধ্বংসের কাউন্টডাউন। অঘোর তান্ত্রিক জেগে ওঠে মধ্যরাতের সতীচ্ছদ পর্দা ছিঁড়েখুড়ে।
গতকাল কেটে আনা শিশুমুন্ডের করোটির সাবেক পানপাত্রে ভরে নেয় তরল জ্বলন্ত মশাল। মুহূর্তে বিস্ফোরণ ঘটে তুমুল হিংস্রতায়। কালো মাটির আদিম ত্বক ভেদ করে উঠে আসে লক্ষ অক্ষ সম্ভোগী তুখোড় শয়তান। কচি সবুজ গাছ শুকিয়ে যায় বিষাক্ত নিঃশ্বাসে। খ্র্যা খ্র্যা শব্দে বিকট হেসে খড়গ হাতে তোলে অঘোর কাপালিক। রাত্রির আত্মা ভয়ে সংকুচিত হয়ে সরীসৃপ দেহ লুকিয়ে ফেলে লুচ্চা পাথরের শ্যাওলার ফাঁকে। আশ্চর্য! সেখানেই মাথা তোলে সদ্য জন্মানো এক সবুজ পাতা। অঘোর কে সে ভয় পায় না কোনো নির্দিষ্ট জন্মেই।
গদ্য সাহিত্যের জন্য পাঁচ তারকা উপহার প্রিয় কবি সৌমিত্র।
অশেষ কৃতজ্ঞতা প্রিয় জন আজাদ ভাই। ভালো থেকো।
বিমূর্ত গদ্যের আবেশে বিস্মৃতিকে খুজে পওয়ার চেষ্টার এই মগ্নতা অসাধারন !
ভালোবাসা ভাই আনিসুর রহমান।
কচি সবুজ গাছ শুকিয়ে যায় বিষাক্ত নিঃশ্বাসে। খ্র্যা খ্র্যা শব্দে বিকট হেসে খড়গ হাতে তোলে অঘোর কাপালিক। রাত্রির আত্মা ভয়ে সংকুচিত হয়ে সরীসৃপ দেহ লুকিয়ে ফেলে লুচ্চা পাথরের শ্যাওলার ফাঁকে। আশ্চর্য! সেখানেই মাথা তোলে সদ্য জন্মানো এক সবুজ পাতা। অঘোর কে সে ভয় পায় না কোনো নির্দিষ্ট জন্মেই।
অসাধারণ লিখেছেন দাদা
শুভ কামনা সতত
ধন্যবাদ কবি শান্ত চৌধুরী ভাই। ভালোবাসাময় ভালোবাসা।
শতভাগ মুগ্ধ হলাম কবি সৌমিত্র চক্রবর্তী। আপনার প্রিয় শব্দ ভালোবাসা রইলো।
শত ভাগ ভালোবাসা কবি সুমন আহমেদ ভাই।
মুগ্ধ হলাম প্রিয় কবি।
অজস্র শুভেচ্ছা রইল।
আপনাকেও শুভেচ্ছা আনোয়ার ভাই। ভালোবাসা।
অসাধারণ এবং সুন্দর জীবন কাব্য কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ কবি বোন শাকিলা তুবা।
খুব ভালো লিখা সৌমিত্র দা।
ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন।
অভিনন্দন ভাইজান।
ধন্যবাদ আবু সাঈদ আহমেদ।
শব্দ চয়নে কবি বিরাট দক্ষ, প্রশাংসার দাবীদার আপনার লিখা।
ভালোবাসা ভাই মেঘ প্রিয় বালক।