বাঁচতে চায়

অনেক ভেঙেছো ভাই আর তো ভেঙো না
যতটা ভাঙছো তুমি তোমার পাওনা
দাম্ভিক গড়নে তাই ফিরবে ভাঙন
যন্ত্রণা লিখেই রাখে হৃদয় জ্বলন।
মানুষ চিহ্নিত কেন জাতপাত মাথা
প্রাণের ধ্বংস ইন্ধন গেয়ে যায় গাঁথা
শান্তির শ্লোক ভাষন ধর্মের বিকৃতি
পৃথিবীর অধিকার না-মুখ আকৃতি।

বাড়ানো হাতে সাহায্য নাই কোন ঢপ
পাশের জন পথিক বাঁচা করে জপ
অস্ত্রের হাতলে তুমি নিজে মৃত্যু লিখে
জয়োল্লাস কেন কর ধর্মান্ধতা শিখে?
ভাঙনে গড়ন তুমি মানুষের জাতি
নিজ পরিচয়ে ভাই, করো না বজ্জাতি।

4 thoughts on “বাঁচতে চায়

  1. শুভেচ্ছা এবং সম্মান প্রিয় কবি। ভালো লিখা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. অস্ত্রের হাতলে তুমি নিজে মৃত্যু লিখে
    জয়োল্লাস কেন কর ধর্মান্ধতা শিখে?
    //সুন্দর লেখার জন্য শুভেচ্ছা কবি !

মন্তব্য প্রধান বন্ধ আছে।