আমার মানসিক স্তরের ভিত্তি ও পাপ বোধ

আমার মানসিক স্তরের ভিত্তি ও পাপ বোধ
——————————

তীব্র এক পাপ বোধ আমাকে কষ্ট দেয়
প্রতিদিন-ই আমি কিছু খারাপ কাজ করি ঠিক-ই
কিন্তু তা আমার মানসিক কষ্টের কারণ হয়ে দাড়ায়

সেদিন একটি খারাপ কাজ করে মন খারাপ হয়ে গেল
নিজেকে সান্ত্বনা দিলাম এই বুলে-
আমার ভালর সীমা এই পরযন্তই ,যতটুকু ভাল আমি করি
আমার খারাপের সীমা এই পরযন্তই যতটুকু খারাপ আমি করি
এর বাইরে যাওয়া আমার সম্ভব নয়

আমার খারাপ অভ্যাসগুলো মানুষ জানুক বা না জানুক
আমার খারাপ গুলো আমার ভেতরে আছে আমার
মানসিক স্তরের ভিত্তি হিসেবে
আমার ভালগুলোও সেরকম

আমি যদি কোন একটি খারাপ কাজ থেকে নিজেকে নিবৃত্তি
করতে না পারি
তবে আমার মানসিক স্তর ঐ পরযন্তই
কোন না কোন ভাবে আমার আবেগকে ঠেকিয়ে রাখলেও
আমার কাছে স্বভাব আবার ফিরে আসে

সবচেয়ে বড় কথা –আমি মানুষটা যে অভ্যাসগুলো উপর
প্রতিষ্ঠিত,যেগুলো আমাকে ঘুরাবেই
কি করব নিজের সাথে যুদ্ধ করে
তার পরেও যুদ্ধ করে যাচ্ছি।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

2 thoughts on “আমার মানসিক স্তরের ভিত্তি ও পাপ বোধ

  1. মানুষের সীমাবদ্ধতা আছে, তবে সীমাবদ্ধতা অতিক্রম করাও মানুষেরই কাজ ।
    //এ যুদ্ধে মানুষের জয় হোক কবি !

মন্তব্য প্রধান বন্ধ আছে।