একদিন দেখা হয়েছিলো

একদিন দেখা হয়েছিলো


সাধা গলায় আর কতো গুনগুন করবে জীবিত লাশের পাশ?
একদিন যে ঘুণপোকা বোধ কুটকুট করে কামড়েছিলো
তবুও কি মিটেনি আশ?

আর কতোবার…. আর কতোবার রৌদ্দুরে বসে ভাববে
আঁধার
তোমার মতো পেঁচাও রাত্রির সই ; তারও ভালো লাগে অন্ধকার!


আত্মা ভেবে আমিও ভালোবেসেছিলাম অন্ধকূপের প্রেতাত্মা
অনাদরে, অবহেলায় তবুও আমার ভেতরে বড় হচ্ছিলো
পরমাত্মা!

একদিন দেখা হয়েছিলো আমার সমস্ত আকাশ বুক জুড়ে
সেইদিন বুঝতে বাকি ছিলো না, যে ভালোবাসে সে কি থাকতে পারে দুরে!!

4 thoughts on “একদিন দেখা হয়েছিলো

  1. “একদিন দেখা হয়েছিলো আমার সমস্ত আকাশ বুক জুড়ে
    সেইদিন বুঝতে বাকি ছিলো না, যে ভালোবাসে সে কি থাকতে পারে দুরে!!”

    নান্দনিক এবং সুন্দর লিখা প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আত্মা ভেবে আমিও ভালোবেসেছিলাম অন্ধকূপের প্রেতাত্মা
    অনাদরে, অবহেলায় তবুও আমার ভেতরে বড় হচ্ছিলো
    পরমাত্মা!
    // চমৎকার !

মন্তব্য প্রধান বন্ধ আছে।