আরেকটু বেঁচে থাকতে চাই
দীর্ঘ সময় বেঁচে থাকতে পারলে আরো ভাল
প্রতিদিন আমি অজানা মেঘের তথ্য পাই
প্রতিদিন স্বপ্নের পাখি হয়ে ভেসে বেড়াতে চাই
প্রতিদিন আমি নতুন কিছু ভেবে পাই
আজ বাজারে যাব কিছু কিনে আনব
কালকেও বেঁচে থাকলে বাজারে যাব
মানুষের সাথে প্রতিদিন দেখা হবে
প্রতিদিন আমার বাচ্চা বাবা বলে ডাকবে
স্ত্রী বলবে কথা বলবে -তুমি ডাকে
যেন আমার আরেক নাম –তুমি
আরেকটু বেঁচে থাকলে মন্দ কিসের ?
2 thoughts on “যেন বেঁচে থাকতে পারি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কথা সেটাই। একটি দিনের জন্য হলেও মানুষের মতো বাঁচতে চাই। গ্রেট।
বিবাহিত ব্যক্তিদের দ্বিতীয় নাম “তুমি” অথবা “ওগো” ! হা হা হা ………
// সহজ কিন্তু সুন্দর ! অসাধারন !