পাখিদের সাথে আমাদের কোন মেলবন্ধন নেই
সামাজিক দায়বদ্ধতা নেই
তবুও ক্যামেরায় শব্দ হচ্ছে
ক্লিক…..ক্লিক…..ক্লিক
আমরা ছবি হচ্ছি
একক – যৌথ – গ্রুপ
দাঁড়িয়ে আছি পাখিদের মতো করে
কালো পোশাক – যেন এক একটা কাক।
পাখিদের সাথে আমাদের কোন মেলবন্ধন নেই
সামাজিক দায়বদ্ধতা নেই
তবুও ক্যামেরায় শব্দ হচ্ছে
ক্লিক…..ক্লিক…..ক্লিক
আমরা ছবি হচ্ছি
একক – যৌথ – গ্রুপ
দাঁড়িয়ে আছি পাখিদের মতো করে
কালো পোশাক – যেন এক একটা কাক।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দৈনন্দিন আমরা বিবেক বা স্বকীয়তা হারিয়ে রোবট হচ্ছি।
স্যার রোবটদের ভবিষ্যত প্রযন্ম কিন্তু আসছে মানুষের আবেগ অনুভূতিতে সাড়া দেওয়ার অতুলনীয় ক্ষমতা নিয়ে । মানুষের চেয়েও বেশী চিন্তাশীলতা নিয়ে অপ্রতিদ্বন্দ্বী হয়ে । সেদিন হয়তো আমরাই রোবটদের কাছে হার মানতে বাধ্য হবো। সে দিন আর বেশী দূরে নয় !
ধন্যবাদ মুরুব্বী
কাকদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে কাকেরা কা কা করে নিজের স্বরে আর আমরা কাকদের স্বরে ।
হু, অনেকেই এমন করে