ভিজা ঘাস
কি এক স্বজল ভাষায়
মনের উঠানে তাই-
স্মৃতির পরশে দুলছে
নীল সবুজ শিশির ভিজা ঘাস!
আফসোস আর্তনাদ
লুকোচুরি খেলছে রাত-
শুধু আলিঙ্গন করে যায়
পূর্ণিমা জুড়ে চাঁদ;
স্মৃতির পরশে দুলছে
নীল সবুজ শিশির ভিজা ঘাস।
ভিজা ঘাস
কি এক স্বজল ভাষায়
মনের উঠানে তাই-
স্মৃতির পরশে দুলছে
নীল সবুজ শিশির ভিজা ঘাস!
আফসোস আর্তনাদ
লুকোচুরি খেলছে রাত-
শুধু আলিঙ্গন করে যায়
পূর্ণিমা জুড়ে চাঁদ;
স্মৃতির পরশে দুলছে
নীল সবুজ শিশির ভিজা ঘাস।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবি। আপনার দ্বিতীয় কাব্য গ্রন্থ বেরুলে এই কবিতাটি অনেকের পছন্দ হবে।
শিশির ভেজা ঘাস !
আমার শৈশবের এক অনন্য অধ্যায় !
আমি এখনও সেই সৃতিতে পরশ বুলাই কবি ।
অসাধারণ ! কাব্যিক !