ভিজা ঘাস

ভিজা ঘাস

কি এক স্বজল ভাষায়
মনের উঠানে তাই-
স্মৃতির পরশে দুলছে
নীল সবুজ শিশির ভিজা ঘাস!
আফসোস আর্তনাদ
লুকোচুরি খেলছে রাত-
শুধু আলিঙ্গন করে যায়
পূর্ণিমা জুড়ে চাঁদ;
স্মৃতির পরশে দুলছে
নীল সবুজ শিশির ভিজা ঘাস।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “ভিজা ঘাস

  1. কবি। আপনার দ্বিতীয় কাব্য গ্রন্থ বেরুলে এই কবিতাটি অনেকের পছন্দ হবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. শিশির ভেজা ঘাস !
    আমার শৈশবের এক অনন্য অধ্যায় !
    আমি এখনও সেই সৃতিতে পরশ বুলাই কবি ।
    অসাধারণ ! কাব্যিক !

মন্তব্য প্রধান বন্ধ আছে।