সুন্দর নীড়

তন্দ্রাচ্ছন্ন ভোর কোন প্রাণি জেগে উঠেনি
তখনো সূর্য্যরে লাল টুকটুক আভা ফুটেনি
হঠাৎ ঘুম ভাঙ্গলো দেখি বিজলী চমকানি
ঘরেই সতর্ক বৈশাখি ঝড়ের হাতছানি।
বিছানা থেকে উঠি বেলকুনিতে দাঁড়ায়
মেঘের ঘর্ষন যেনো সম্মুখ যুদ্ধে লড়াই
ঘরের ফাঁকে সুরু পথ আম বনের বেড়া
ক্লান্তির মন জুড়ায় সবুজ প্রকৃতিই সেরা।
মেঘলা আকাশে ঝড়োভাব বৈশাখি উত্তাপ
বজ্রপাত বিকট শব্দে প্রাণে বাড়ে হৃদচাপ
বিকট শব্দ শুনে শয়নের শিশু করে কাঁদ
মুষূলধারে বৃষ্টির পর মেঘে উজ্জ্বল চাঁদ।
ধুয়েমুছে ধূলোবালি প্রকৃতির চিকচাক ভাব
সবুজ সমারোহ চারপাশ ঘেরা সতেজ সাঁজ
পথঘাটে যত কাঁদা পথিকের চলতে বাঁধা
কৃষাণের মুখে হাসি ক্ষেতে ফসলের গাঁদা।
ছয় বৈশাখ বৃষ্টির পরে প্রকৃতির শান্ত ভাব
বাঁশবন হতে ভেসে আসে পাখির মিষ্টি ডাক
ষড়ঋতুর সেনার বাংলা নদীমাতৃক দেশ
চৌদ্দশ চব্বিশ বাংলা হোক সুন্দর নীড় বেশ।
১৯.০৪.২০১৭

এম এ বাসেত সম্পর্কে

সাংবাদিক এম.এ. বাসেত গত ১৯৮৫ খ্রি. তেঁতুলিয়া সদরের বারঘরিয়া গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. নিজাম উদ্দিন, মাতার নাম মোছা. আয়েশা খাতুন। পরিবারে ৬ ভাই ও ২ বোনের মধ্যে তিনি সপ্তম। শৈশবে তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণি পাসের পর কালান্দিগঞ্জ ফাযিল মাদরাসা থেকে দাখিল/এসএসসি সমান বোর্ড পরীক্ষায় ১৯৯৯ খ্রি. দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। ২০০৩ খ্রি. তেঁতুলিয়া ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগে এইচ.এস.সি বোর্ড পরীক্ষায় জিপিএ ২.৫০ পেয়ে সাফল্যের সংগে উত্তীর্ণ হন। ২০০৭ খ্রি. সালে মকবুলার রহমান সরকারি কলেজ পঞ্চগড় (পঞ্চগড় এম আর কলেজ) থেকে ইতিহাস বিভাগে বিএ (অনার্স) পরীক্ষায় ২য় শ্রেণিতে এবং ২০০৮ খ্রি. রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে ইতিহাস বিষয়ে মার্স্টাস ডিগ্রী অর্জন করেন। তিনি শৈশবে কবিতা ও ছোট গল্প লিখার মধ্যে দিয়ে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় ২০০০ সালে দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলা থেকে প্রকাশিত দৈনিক উত্তরের আলো পত্রিকার মাধ্যমে মফস্বল সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে ২০০১ সাল থেকে দৈনিক করতোয়া পত্রিকায় তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে অদ্যাবধি কাজ করে আসছেন। এছাড়া ২০০৪ সালে দৈনিক আমার দেশ পত্রিকায় তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। বর্তমানে তিনি দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। তিনি দৈনিক করতোয়া পত্রিকার উপসম্পাদকীয় পাতায় বিভিন্ন বিষয়ে নিয়মিত কলাম লিখে আসছেন। ইতোমধ্যে তাঁর অর্ধশতাধিক কলাম প্রকাশিত হয়েছে। এছাড়া ২০১৭ সালে অমর একুশে গ্রন্থ মেলায়, শিক্ষা তথ্য পাবলিকেসন্স থেকে তাঁর লিখা ‘‘ লাল সবুজের পতাকা হাতে যুদ্ধা ফিরে ঘরে” এবং ”স্মৃতির কাছে’’ নামে দুটি কাব্যগ্রন্থ বই প্রকাশ হয়েছে। তিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ সহায়তা নিয়ে ২০০১ সালে তেঁতুলিয়া উপজেলায় জেনুইন কম্পিউটার কমপ্লেক্স নামে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করেন। পরবর্তীতে উক্ত ট্রেনিং সেন্টারটিকে বাংলাদেশ কম্পিউটার এডুকেশন (বিসিই) তেঁতুলিয়া শাখা হিসেবে রুপান্তর করেন এবং পরিচালক ও ট্রেইনার হিসেবে বেকার-যুবক/যুব মহিলা ও ছাত্র-ছাত্রীদের আত্মনির্ভরশীল প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনি ২০০৪ সালে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছিলেন।

7 thoughts on “সুন্দর নীড়

  1. “ছয় বৈশাখ বৃষ্টির পরে প্রকৃতির শান্ত ভাব
    বাঁশবন হতে ভেসে আসে পাখির মিষ্টি ডাক
    ষড়ঋতুর সেনার বাংলা নদীমাতৃক দেশ
    চৌদ্দশ চব্বিশ বাংলা হোক সুন্দর নীড় বেশ।”

    ____ গুড জব মি. এম এ বাসেত। চমৎকার লিখেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আমার জন্য দোয়া রাখবেন। আর পরামর্শ দিবেন। আশা করি আপনার পরামর্শ আমার জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। আপনার শুভ কামনা করি।

  2. অসাধারণ শব্দের প্রয়োগ ও ছন্দ শৈলীতে প্রকৃতির রুপ মাধুর্যের বর্ণনা হৃদয় গ্রাহী ।
    আহা !

    1. শত ব্যস্ততার মাঝে কষ্ট করে আমার লিখা কাব্যটি পড়ার জন্য কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হলাম। আপনার শুভ কামনা করি।

  3. “ষড়ঋতুর সেনার বাংলা নদীমাতৃক দেশ
    চৌদ্দশ চব্বিশ বাংলা হোক সুন্দর নীড় বেশ।”

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. চমৎকার কাব্য গাঁথুনি। শুভ কামনা, কবি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।