শ্মশানের ভস্মে জলের প্রয়োজনীয়তা অনুভব করি
ভস্ম ওড়ে ভস্ম মাটিতে মিশে যায়
ভস্ম ভেসে যায় নদীতে অজানার দিকে
মাটির গন্ধে ঘুম যাও তুমি
আমি বলি- ‘ভালোবাসি।’
শ্মশানের ভস্মের বুকে জল
শ্মশানের ভস্ম ওড়ে বাতাসে
আমার বুকে শ্মশান
ভস্ম নেই, পোড়া হৃদয়
‘দেখবে কী ক’রে বলো?’
–
জল নিয়ে এসো তুমি শ্মশানে
জল না নিয়েই এসো তুমি শ্মশানে
ঘুম যেও মাটির সোঁদা গন্ধে এ বুকে
দেখো, আগুন মুহূর্তে কী ক’রে নেভে
জল ছাড়া- শুধু তোমার একটু স্পর্শে
3 thoughts on “জলকথা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতায় ভালো লাগা রইল
দেখো, আগুন মুহূর্তে কী ক’রে নেভে


জল ছাড়া- শুধু তোমার একটু স্পর্শে
//ভাললাগা কবির ভাললাগা কবিতায় সকালটাই যেন ভালো দিয়ে শুরু হল ! অভিনন্দন কবি অসাধারন কবিতার জন্য !
এই লিখাটি পড়েও মুগ্ধ হলাম মি. প্রবাল। গুড লাক। এগিয়ে যান প্রত্যাশা রাখি।