প্রিয় কালো ঘোড়া
নৈরাশ্যের আঘাতে আমাকে অন্ধ করে দিয়ে
গহন রাত্রির ভেতর একটা কালো ঘোড়া দৌড়ে এলো
অন্তরে দীর্ঘশ্বাস – রূপবান মেযেরা আর আগের মতো নেই
পৃথিবীর বুকে আরশোলা হাঁটে – নত প্রার্থনায় থাকে মানুষ
খুরের ধ্বনিতে তার যুদ্ধের ডাক
আমরা হিমঘরে বসে আছি – হ্রেষাধ্বনির অপেক্ষায়
প্রিয় কালো ঘোড়া – অন্ধকারের সুড়ঙ্গপথ চেনা আছে তার
জলের ওপর লিখে রাখা ইতিহাস -টানা গাড়ির মতো
কালো কিছু দেখলেই চোখ ফিরিয়ে নিই – দুঃখে কিংবা ঘৃনায়
রোদ্দুরের অসুখ করেছে আজ – আমার কালো ঘোড়া চাই
গোপন শিকারির মতো বসে থাকা এই শূন্যকাল পার হতে।
ভীষণ পরিপাটি লিখা।
বোধ করি লিখাটি কোন প্রকাশনায় মুদ্রিত হয়েছে। শুভেচ্ছা প্রিয় কবি মোকসেদুল।
ধন্যবাদ শ্রদ্ধেয়। না এটি এখনও কোন প্রকাশনায় মুদ্রিত হয় নি
অসাধারণ উপকরনে কবিতার গাথুনিতে মুগ্ধ কবি !
ভালোবাসা ভাই