আমাকে আমার মধ্যে

আমাকে আমার মধ্যে

আমাকে আমার মধ্যে
বাঁচিয়ের থাকার দ্রোহে নিত্য পুড়ে
শুকনা মেঘের ভাসান ভেলা যেন;
ঝরে পরার কষ্টে হাওয়ায় হাওয়ায়
ভেসে বেড়ানো!

কত কত পথ পালিয়ে যাওয়ার?
প্রত্যয় আঁকা ছক;
দিগন্তে তার স্থুতি মানে! সাজের বাহানা।
শেষ রক্ষা হল না বুঝি
রাঙা বসন খসে গেল! কালো ধূসর আবিরে ভেসে।

আমাকে আমার মধ্যে
এমনি নিঃস্বার হাওয়ায় হাওয়ায়
যাওয়া আসার নিত্য খেলা;
সুক্ষ্ম কালের কড়া নাড়ে।
মেঘের মতোই
দিগন্তে সোয়ানো পথের নিশানা
আঙ্গিক দেনায় তাও লুট হয়ে যায়।

১৪২৪/২৯, আষাঢ়/বর্ষাকাল।

4 thoughts on “আমাকে আমার মধ্যে

  1. আমাদের মাঝেই আমরা থাকি বন্ধু। শুভেচ্ছা প্রিয় প্রকৃতির কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. নিজেকে নিজের মধ্যে ধরে রাখাই জীবন এবং সেই সাথে জীবন যুদ্ধ ।
    শুভকামনা কবি সুন্দর কবিতার জন্য ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।