তোমাকে চাই

তোমাকে চাই

তোমাকে শুধু একবার ছুঁতে চাই
শুধু একবার।

ওই দূরের পাহাড়ের মতো কতবার
আলতো ভাবে ছুঁয়েছি তোমায়।
বহুবার, বহুভাবে।
শুধু আমিই জানি, যখন তখন।

মন গুটিয়ে নিয়ে আবার ছড়িয়ে দিয়েছি
তোমার মাঝে।

বুকের নদীতে শুধু তোমার চলাচল।
তোমার নামেই চলে শ্বাস প্রশ্বাস।
তোমায় ছাঁয়ায় বাঁচি, অবরে সবরে।
স্বপ্ন মাখি কাঁপতে কাঁপতে।

ছুঁয়ে যেতে চাই আরও গভীর থেকে গভীরে
মিশে যাবো বলে

সেই আলোক বিন্দুতে, যেখানে অন্ধকারের শেষ।
রামধনু রং মেখে সাতটি তারা মিশে গেছে
আমার অস্তিত্বে। আমার চেতনায়।
তবু তুমি অধরাই থেকে গেছো।

শুধু একবার তোমায় ছুঁতে চাই গভীর ভাবে।
তারপর ইতিহাস।
___________

2 thoughts on “তোমাকে চাই

  1. “ওই দূরের পাহাড়ের মতো কতবার
    আলতো ভাবে ছুঁয়েছি তোমায়।
    বহুবার, বহুভাবে।
    শুধু আমিই জানি, যখন তখন। … তোমাকে চাই।” :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সেই আলোক বিন্দুতে,যেখানে অন্ধকারের শেষ।
    রামধনু রং মেখে সাতটি তারা মিশে গেছে
    আমার অস্তিত্বে। আমার চেতনায়।
    তবু তুমি অধরাই থেকে গেছো।
    //অসাধারন কবি !

মন্তব্য প্রধান বন্ধ আছে।