মানুষের মতো দেখতে

কানে কম শুনি, চোখে কম দেখি!
কথাও বলি কম!
কিছু বুঝিনা বলেই হয়তো এমন!

না, না,
এলোমেলো বাতাস এসে চোখ গেলো ভেসে!
প্রকাশ্যে রক্তমাখা মানুষ! ধর্ষিতার হৃদয় গ্রাসি চিৎকারে কান হয়েছে বেহুশ!

আমি কি মানুষ!?
হাত আছে, প্রতিবাদ নেই! মুখ আছে জবানবন্দী ! অন্তর আছে, ঘৃণা নেই!
অথচ আমি মানুষ! জলজ্যান্ত মানুষ! বিবেকবুদ্ধি’ওয়ালা মানুষ!
সুখ জিনিশটা কি বুঝি, দুঃখ কি, তাও বুঝি!
জয় পরাজয়ও বুঝি,
কেনো তবে কানে কম শুনি? চোখে কম দেখি?
কথাও বলি কম!
যাহা সত্য তাহা বলতে কেনো যায় দম?

আমি কি মানুষ?
চিলে কান নিলো কিনা হাত দিয়ে দেখি না! আছে কিনা কান?
কেবল দূর থেকে দেখি রক্তাক্ত পাখিগুলোর প্রাণ!
আমি কি মানুষ?
নাকি মানুষের মতো দেখখতে?

3 thoughts on “মানুষের মতো দেখতে

  1. আমরা সবাই মানুষের মতো দেখতে। মানুষ কিনা সন্দেহ আছে। :(

  2. আমি কি মানুষ!?
    হাত আছে, প্রতিবাদ নেই! মুখ আছে জবানবন্দী ! অন্তর আছে, ঘৃণা নেই!
    //অসাধারন !

মন্তব্য প্রধান বন্ধ আছে।