কোত্থেকে আসে পিপাসা
কোন আগুনে জাগে এত্তো তৃষা,
কিসের কারণে বিমনা চিত্ত
কোন দহনে জাগে উদ্রেক- বিবমিষা!
কে তুমি বাজাও বাঁশি
শাল পিয়ালের বনে
কার জন্য সাজাও শশী
চন্দ্র মল্লিকার উদ্যানে
পাখীর ডাকে
কেন ধুকপুক উঠে বুকে?
কেন জ্যোৎস্না হাসে
যখন বাতাসে ফিসফিসনি শব্দ ভাসে;
লুব্ধ দৃষ্টিতে এতো কি ধার
ফুল্কির মত ভেদ করে রাতের আঁধার…
অন্তর অ-ক্ষান্ত, ভুলিয়ে দেয় দ্বিধা
মন্থর ঢেউ- অতলে দুর্বার তটনীর ক্ষুধা!
দাউদুল ইসলাম
১৭/৭/১৭
সুন্দর হে সুন্দরও। বিনম্র সালাম এর সাথে বিনীত শুভকামনা স্যার।
আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ গ্রহন করুন,
ভাল থাকবেন।
খুবই ভালো লাগলো।
শুভেচ্ছা ও ভালবাসা –
ধন্যবাদ :)
ভীষন ভালো লাগলো কবি !
ধন্যবাদ :) অনেক অনেক ভা ল বা সা
“কে তুমি বাজাও বাঁশি
শাল পিয়ালের বনে
কার জন্য সাজাও শশী
চন্দ্র মল্লিকার উদ্যানে”
প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা –
ধন্যবাদ :)