বিমোহ

কোত্থেকে আসে পিপাসা
কোন আগুনে জাগে এত্তো তৃষা,
কিসের কারণে বিমনা চিত্ত
কোন দহনে জাগে উদ্রেক- বিবমিষা!

কে তুমি বাজাও বাঁশি
শাল পিয়ালের বনে
কার জন্য সাজাও শশী
চন্দ্র মল্লিকার উদ্যানে

পাখীর ডাকে
কেন ধুকপুক উঠে বুকে?
কেন জ্যোৎস্না হাসে
যখন বাতাসে ফিসফিসনি শব্দ ভাসে;

লুব্ধ দৃষ্টিতে এতো কি ধার
ফুল্কির মত ভেদ করে রাতের আঁধার…
অন্তর অ-ক্ষান্ত, ভুলিয়ে দেয় দ্বিধা
মন্থর ঢেউ- অতলে দুর্বার তটনীর ক্ষুধা!

দাউদুল ইসলাম
১৭/৭/১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

8 thoughts on “বিমোহ

  1. সুন্দর হে সুন্দরও। বিনম্র সালাম এর সাথে বিনীত শুভকামনা স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. “কে তুমি বাজাও বাঁশি
    শাল পিয়ালের বনে
    কার জন্য সাজাও শশী
    চন্দ্র মল্লিকার উদ্যানে”

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।