ভালোবাসা আসছে

ভালোবাসা আসছে
……………………………..

অতঃপর দৈহিক পাঠ শেষ হলে বিশুদ্ধ বাতাসে নিই লম্বা শ্বাস। ওলো চৈতালি মেয়ে, এ জীবন কী শেষ হবার নয়? এতো অল্প ছুঁয়ে দিলেও স্বপ্ন দেখা হয়। আলপথ ধরে হাঁটো, মেঠো পথে যে সুখ লাভ হয় তা দিয়ে ভরে ওঠে কৃষকের গোলা। কি হবে লিখে অসুখের আভাস। সব পথ মিলে গেছে একখানে। প্রিয় শ্যামা পাখি, আর একটা জ্যোৎস্না রাতের অপেক্ষায় আছি। তুমি – আমি খেলায় খেলায় কতো সন্ধ্যা কাটিয়ে দিলাম। হা-হুতাশ নয় কোন – যুগ যুগ জিও। এখন ছায়ায় লিখছি তোমার নাম। শূন্য মুঠোয় ভরে দিবো প্রেমের আশ্বাস। উড়ে যাচ্ছে কিছু বালিহাঁস সুখ, ঘুম ঘুম সকাল শেষে বার্তাবাহী পাখি এসে শেষ করে হিসেবের ভুলচুক।

1 thought on “ভালোবাসা আসছে

  1. এখন ছায়ায় লিখছি তোমার নাম।
    শূন্য মুঠোয় ভরে দিবো প্রেমের আশ্বাস। … ভালোবাসা আসছে।

    অসাধারণ গদ্যানুভূতি প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। ভালো থাকবেন। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।