লিমেরিক গুচ্ছ ২৫
এক। ঐ সে গোধূলি বেলা
এ তো এক বিশাল ক্রীড়া মঞ্চ পৃথিবী ভেলা
যেখানে প্রতিনিয়ত যেন জয় পরাজয় খেলা;
কেউ বা হাসে কেউ বা কাঁদে
হিংসা বিরোধ কেউ বা ফাঁদে
দলন দমনের যবনিকা যখন গোধূলি বেলা।
দুই। নীরবে কাঁদাকাটি
নেই প্রতিপত্তি সম্পদ পাহাড়ের লোভ পশুতে
পুঁজিবাদী, না প্রতিবাদী শ্লোগান কণ্ঠনালীতে;
দিনে যা পাওয়া দিনেই মিটায়
কত যে বেলা উপোসে কাটায়
নীরবে কাঁদাকাটি, ডুবে আর ভাসে অশ্রুতে।
অন্ত্যমিল: ক ক খ খ ক
লিমেরিক আমার কাছে ভালোই লাগে। অগনন শুভেচ্ছা মি. সাইদুর রহমান।