মৃত্যু সুখ

মৃত্যু সুখ।।

কাটাছেঁড়ার পর নতুন করে মেয়াদবিহীন শরীরের গহীন ঘরে রাখা এক টুকরো কুয়াশা, মেঘ বৃষ্টির আগমনী সঙ্গীত নিয়ে উড়ে যায় দেশান্তরী হতে।
অযথা সৃষ্টি সুখে উল্লাসিত হয় নরম কাদামাটি ;
সবুজ অবুঝ ঘাস পায়ে মাড়িয়ে চলে যায় যে পথিক
সকালবেলার রোদ মুছে দেয় সেই পদচিহ্ন।
শরীরের মৃত কোষ যদিওবা মুছে দেয় বিজ্ঞাপনের প্রসাধন ;
গভীরতায় থেকে যাওয়া উষ্ণ তরল, লুকাইত ঝর্না হয়ে কপোল স্পর্শদোষী হয়।

সুখের খেলাঘরে কতটা প্রদীপ দিয়ে আলোকিত হয়
তার হিসেব শুধুমাত্র পাকা অভিনেতা জানে;
চিত্রকরের তুলি সব ছবি আঁকতে পারেনি কোন দিন।
কল্পনায় দেখা সবুজ ঝর্ণা, বাস্তবতার বিবর্ণ রঙ মিলেমিশে নাস্তানাবুদ দূষণকারী ক্ষার।

বিশাল আকাশের যেমন তৃষিত মেঘ দরকার তেমনি
বিশাল সাগরের তৃষ্ণা জেগে থাকে নদীর ঘোলা জলের জন্য।

আকাঙ্খার প্রহর প্রাপ্যরূপ চাহিদার তুলনাকেন্দ্রিক ধারা;
যেখানে তুমি আমি কিংবা আমরা
সুখ মৃত্যুযোগ নিয়ে শরীর ছেড়ে যেতে পারিনি, পারিনা ও পারবো না।

3 thoughts on “মৃত্যু সুখ

  1. আমি তুমি সে … এই যে গতানুগতিক কবিতার ফরমেট
    তার বাইরে পরিপূর্ণ একটির কবিতার চিত্রায়ণ হয়েছে লিখাটিতে।
    মনোগ্রাহী প্রচ্ছদের ব্যবহার লিখাটিকেও নিয়েছে বেশ খানিকটা কাছাকাছি।

    অভিনন্দন মি. খেয়ালী মন। অনেক অনেক ভালো থাকবেন। শুভসকাল। শুভদিন।

  2. অযথা সৃষ্টি সুখে উল্লাসিত হয় নরম কাদামাটি ;
    সবুজ অবুঝ ঘাস পায়ে মাড়িয়ে চলে যায় যে পথিক
    সকালবেলার রোদ মুছে দেয় সেই পদচিহ্ন।
    শুভেচ্ছা নিবেন দাদা।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. “বিশাল আকাশের যেমন তৃষিত মেঘ দরকার তেমনি
    বিশাল সাগরের তৃষ্ণা জেগে থাকে নদীর ঘোলা জলের জন্য।”
    ……….. বেশ ভাল লাগল। শুভেচ্ছা, কবি!

মন্তব্য প্রধান বন্ধ আছে।