লিমেরিক গুচ্ছ ২৫

লিমেরিক গুচ্ছ ২৫

এক। ঐ সে গোধূলি বেলা

এ তো এক বিশাল ক্রীড়া মঞ্চ পৃথিবী ভেলা
যেখানে প্রতিনিয়ত যেন জয় পরাজয় খেলা;
কেউ বা হাসে কেউ বা কাঁদে
হিংসা বিরোধ কেউ বা ফাঁদে
দলন দমনের যবনিকা যখন গোধূলি বেলা।

দুই। নীরবে কাঁদাকাটি

নেই প্রতিপত্তি সম্পদ পাহাড়ের লোভ পশুতে
পুঁজিবাদী, না প্রতিবাদী শ্লোগান কণ্ঠনালিতে;
দিনে যা পাওয়া দিনেই মিটায়
কত যে বেলা উপোসে কাটায়
নীরবে কাঁদাকাটি, ডুবে আর ভাসে অশ্রুতে।

অন্ত্যমিল: ক ক খ খ ক

2 thoughts on “লিমেরিক গুচ্ছ ২৫

  1. “এ তো এক বিশাল ক্রীড়া মঞ্চ পৃথিবী ভেলা
    দলন দমনের যবনিকা যখন গোধূলি বেলা।”

    অন্ত্যমিল ব্যাকরণে পরিপূরক বা সম্যক জ্ঞান না থাকলেও লিখা ভালো লেগেছে। :)

    1. শুভেচ্ছা সহ অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী।

মন্তব্য প্রধান বন্ধ আছে।