লিমেরিক গুচ্ছ ৪৯

লিমেরিক গুচ্ছ ৪৯

১। কি অপরূপ মনোহর

ঝড় তুফান যেই করে লুণ্ঠন বিধ্বস্থ সুন্দর প্রকৃতি
না যেতেই হৈমন্তী শীতের প্রকোপে হারায় কান্তি;
বৃক্ষরাজি খুয়ে ধুয়ে তার লতাপাতা
বনানীর বুকে নামে কি কষ্ট নীরবতা
দেখ কি অপরূপ মনোহর ধরা, সাজায় যে বাসন্তী।

২। যেন এ রণক্ষেত্র

রূপ ও রসে, সুবাসে আবার ভরে উঠে এ মৃত্তিকা
স্নেহসুলভ উদার হৃদয়ে তার, না আছে অহমিকা;
নিই কই দীক্ষা, হই কি নত তার মত
রক্ত ঝরে তার বুকে যেন এ রণক্ষেত্র
কে কাকে মাটি দেব, বাঁচতে চাই একা শুধু একা।

1 thought on “লিমেরিক গুচ্ছ ৪৯

  1. দারুণ সব লিমেরিক। শব্দনীড়ে আপনি হচ্ছেন একক এবং অদ্বিতীয় প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।