অভিলাষ
অধরা তোমার শীতল আঁচলে মুখ লুকাবো
কোমল হাতের স্পর্শে ক্লান্ত দেহ ফড়িং বানাবো
বাউরি হাওয়ায় দোল তোলা ধানের শীষের মতো
রেশমী কেশের সবুজ ঘ্রাণে মাতাল হবো,
অতঃপর,
আকাশ ভেবে মেঘের সাথে সুখের হলী খেলবো
সূর্যের ফলিত উত্তপ্ততাকে শরতের উষ্ণতায় ভরিয়ে দিবো
যদি একবার তোমার আঁচল তলে মুখটি লুকাতে দাও…
অভিলাষ পূরণ হোক প্রিয় তরুণ কবি। শুভ সন্ধ্যা।