আত্মহত্যা
মরতে মরতে যারা বেঁচে যায় আমরা তাদের কই মাছের প্রাণ বললেও
একদিন ঠিকই তারা আত্মহত্যা দিকেই ধাবিত হয়
অথচ দেখা আছে ঢের বিষপানে যারা আত্মহত্যা করতে গিয়েও বেঁচে গেছে কপাল দোষে
তাদের বাঁচাও বাঁচাও চিৎকার প্রকৃতি কানে তোলে নাই কোনদিন
এভাবে আঙুল চুঁইয়ে ঝরে পড়ে শাপ, আত্মার ফসিল
এখন বড়ই বেরহম সময়
মৃত্যুর বর্ণনা এপিটাফে লেখা থাক
কেননা যারা আত্মহত্যা করে তারা নিজেই জানে না কি হবে
মানুষ মূলত বাঁচতে চায় – কেউ আত্মহত্যা করে কেউবা অন্যকে বধ করে।
‘যারা আত্মহত্যা করে তারা নিজেই জানে না কি হবে
মানুষ বাঁচতে চায় – কেউ আত্মহত্যা করে কেউবা অন্যকে বধ করে।’
ধ্রুব সত্যের শব্দ কাহন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। শুভাগমন।
মানুষ মূলত বাঁচতে চায় – কেউ আত্মহত্যা করে কেউবা অন্যকে বধ করে।
—- আমার কাছে অনেক ভাল লেগেছে। ধন্যবাদ।