কখন আবার আসবে রাত্রি?
কি করছেন?
একটু কষে ব্রেক ধরুন….
বৃষ্টিবাদলের দিন,
বলাতো যায় না, পৌরুষ বলে কথা
দুর্বাঘাস থেকে কালের সাক্ষী বটবৃক্ষ
ভূত-প্রেত থেকে মৃত জীবিত সকল, তারা
ফসকে গেলেই তাদের হুশ দাঁড়ায় শুদ্ধের দ্বারে।
অতঃপর,
সূর্যের ছায়ায় খুঁজে পাবো অন্ধকার
ওপাড়ে মানব সভ্যতা এপাড়ে আমি
ঘুমন্ত শহর নগর পল্লী, নিশ্চুপ পৃথিবী
নেতিয়ে পড়া দেহটা প্রতীক্ষার প্রহর গুনবে ;
কখন আবার আসবে রাত্রি, চির অন্ধকার।
‘ওপাড়ে মানব সভ্যতা এপাড়ে আমি … ঘুমন্ত শহর নগর পল্লী, নিশ্চুপ পৃথিবী।’
শেষ পংক্তিমালা দারুণ হয়েছে মি. রুদ্র আমিন।
জেনে ভালো লাগলো ভাইজান।
সূর্যের ছায়ায় খুঁজে পাব অন্ধকার ——- বেশ ভাল লেগেছে কবিতা।
ধন্যবাদ প্রিয় আমিন ভাই।
হলুদ গোলাপের শুভেচ্ছা।