কোথায় তুমি ?
ওগো প্রিয় আমার, তুমি ছাড়া কেন
কিছুই আর ভাল লাগে না ?
শুধুই চেয়ে থাকি আকাশ পানে
উদাসী মেঘে হই আনমনা।
কৃষ্ণচুড়ার বনে লেগেছে আগুন
সে আগুন আমার মনে জ্বলে,
ছায়াঘন পথের ধারে থাকি বসে
তোমার ছায়া দেখতে পাবার ছলে।
আঁকাবাঁকা পথ ধরে চলতে থাকি
যদি পাই হঠাত তোমার দেখা,
নিশুতি রাত, ভালোবাসা কথা কয়
সবখানে তোমারি নাম আছে লেখ।
আপনার লিখার মধ্যে অসাধারণ এক ধরণের প্যাটার্ন আছে।
পাঠক ধরতে বা বুঝতে পারলে পাঠকের নিশ্চয় ভালো লাগবে। যেমন আমার লাগে।
এমনি পাশে থেকো বন্ধু ভালোবাসা আর প্রেরণা জুগিয়ে যেও ।