পথের কথা
কালো চুলের মতো লম্বা রাত নামার পর
আমরা বেরিয়ে পড়ি নতুন পৃথিবীতে
আমরা মানে যতীন, বিভু আর আমি
ধর্মে আমরা পৃথক হলেও একই গাঁয়ে আমাদের বেড়ে ওঠা
একই আলপথে হেঁটে চলা, একই পুকুরে গোসল
তারপর কালো রাতে লম্বা ঘুম একই চৌকিতে
এভাবেই আমরা বড় হতে থাকি
বড় হতে থাকি
এবং বড় হতে থাকি যতো বড় হলে আকাশ ছোঁয়া যায়
তারপর আমরা ধর্ম চিনতে পারি
রাজনীতির প্যাঁচে হারিয়ে ফেলি মানবিক বোধ
আমাদের জন্য তিনটা পথের সৃষ্টি হয়
সত্যি বলছি
তারপর থেকে কেউ কারো পথে
পা বাড়াই নাই কখনো।
“এভাবেই আমরা বড় হতে থাকি
বড় হতে থাকি
এবং বড় হতে থাকি যতো বড় হলে আকাশ ছোঁয়া যায়।”
বেশ সুন্দর শুধু নয়; অনেক সুন্দর একটি লিখা প্রিয় কবি। শুভ সন্ধ্যা।
তারপর আমরা ধর্ম চিনতে পারি
রাজনীতির প্যাঁচে হারিয়ে ফেলি মানবিক বোধ
আমাদের জন্য তিনটা পথের সৃষ্টি হয়— দারুণ।।