শুধু উৎসব

শুধু উৎসব

প্রচণ্ড ভালোবাসার গন্ধ সুবাসে
এক যুগ উপযুগের ইতিহাস সৃষ্টি হয়েছে।
তার শুভ সূচনার প্রয়াসে
জন্ম শোক উৎসব বার্ষিকী পালন করছে
পূর্ণিমার জোনাক- অমাবস্যার আঁধার
করে শুধু আর্তনাদ।

এক বুক স্মৃতিরা কখনো করে চোরাবালি উম্মাদ
দক্ষিণা জানালার দৃষ্টিপাতে শূন্য শঙ্খচিল
সাদানীল উড়ন্ত মেঘ-কখনো শ্রাবণ;

ধূসর সবুজ দেহ ঘাসে ফড়িং এর কত কায়া
তবুও ইতিহাস মুছে না এতটুকু ছায়া-
সবি ভালোবাসার গন্ধসুবাস উৎসব হাওয়া।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “শুধু উৎসব

  1. “দক্ষিণা জানালার দৃষ্টিপাতে শূন্য শঙ্খচিল
    সাদানীল উড়ন্ত মেঘ-কখনো শ্রাবণ;
    সবি ভালোবাসার গন্ধসুবাস উৎসব হাওয়া।” https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

  2. দারুণ ভালো লাগলো কবিতাটি। কোথায় যেন ছুঁয়ে গেল অলীক অনুভূতি। শুভেচ্ছা, কবি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।