আলেয়া
মেলানো যায় নি একটি সরবতা ও একটি নৈঃশব্দকে।
নৈঃশব্দটি ছিল নদীর ধারে তার একলা ঘরে সজ্জিত,
হালকা মেঘে ভেসে যেত তার সলাজ চোখের দৃষ্টি।
হঠাৎই ঈশান কোণে একটা ঝোড়ো বাতাসে
ধুলিস্ম্যাত হয়ে সব ভেঙেচুরে ছড়িয়ে গেল।
অনিশ্চিতের ঢেউয়ে দোলে ময়ূরপঙ্খী নাও।
স্বর্ণ শুভ্র ওড়না আগুনে পুড়ে ভস্মীভূত,
অদূরে ডাহুক পাখিরা ডানা ঝেড়ে নিল।
অন্ধকারে ভেসে যাওয়ার মুহুর্তে
রাতের অন্ধকারে আলেয়া
এক ফুঁয়ে নিভে গেল।
আপনার সকল লিখাই “স্বতন্ত্র চেতনা এবং মনন প্রসূত” এমনটাই দাবী রাখে।
অভিনন্দন প্রিয় কবিবন্ধু ইন্দ্রাণী সরকার।
শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই |
বেশ ভালো! ভেতরটা নাড়া দিয়ে গেল এক “অালেয়া”!
কবির জন্য শুভকামনা।
ধন্যবাদ ও শুভকামনা।