ড্রপসিনের আড়ালে
আলোর সুবাদে কোনো কোনো বিন্যাস ড্রপসিন
টপকায় অনায়াস ওলিম্পিয়ান কায়দায়
অথচ আলো নিজেও জানে না কোনো কোনো
অন্ধকার চুল ছেঁড়ে তবুও মুখ খোলে না
কোনো কোনো অন্ধকার নিশ্চুপ ঝরা পর্ণমোচি
ব্লেডের কাটাকুটি খেলা এঁকে যায় নিজেরই ত্বকে।
আলো আর অন্ধকারের প্রাক জুরাসিক বিবাদ
প্রকাশ্যে এলে আম্পায়ার নির্বিবাদে হাত তোলে
ঝাঁচকচকে পালিশ তোলা আলোর আপাত মহিম হাতেরই স্বপক্ষে
অথচ কোথাও কোনো কাঠগড়ায় ফাঁস হয় না
এমন নিবিড় ভাবমূর্তি গড়ে তোলায় কত সূক্ষ্ম মগজ
কত স্নায়ুর চেয়েও অদৃশ্য ষড়যন্ত্র জাল
তৈরি করেছিল অমায়িক ভদ্র আলো;
একচল্লিশ ঘুমের ট্যাবলেট খেয়ে অন্ধকার কোনোদিনই
লিখে যায় নি গালাগাল দেওয়ার সময়ে আলোর
হিংস্র চেহারা নিও নাৎসী দের চেয়েও কতটা ভয়ঙ্কর ছিল।
অনেক সুন্দর একটি লিখা প্রিয় কবি সৌমিত্র। বেশ।