জেগে আছি
রাতভর ঘুমের ক্লান্তিতে জেগে আছি,
জেগে আছি দুই চোখ,
জেগে আছি চুল,
সূর্যবংশীয় রাজা মান্ধাতার কাল থেকেই
জেগে আছি; পরিব্যাপ্ত,
শত্রুকর্তৃক অধিকৃত।
জেগে আছি চিবুকের তিল—
নিতাইগঞ্জের চিত্রাক্ষী বুড়ীর একটি হাত
আকাশে ঠেকেছিল, অপরটি সমুদ্রে-
দুইয়ের মাঝে ভেসে ঘুমিয়েছিলাম একদা,
যেমন ঘুমোয় প্রভুভক্ত কুকুর আশ্লেষে।
এই ঘুমে নখের আঁচড়,
গাল ফুটো করা বাতাস,
ঘুমে অকাতর দুঃখ।
এখন রাতের ঘুমে দীর্ঘ রমন ক্লান্তি
রতি-অতৃপ্তির অবসাদ।
অতঃপর, জেগে আছি
ঘুম জাগরণে;
লক্ষী পেঁচার মতো জেগে আছি।
অসাধারণ উপমায় লিখাটি যথেষ্ঠ সমৃদ্ধ হয়েছে। অভিনন্দন প্রিয় কবিবন্ধু।