নিজের বিচারক
আমি শুধু রঞ্জিত রঞ্জিত
পোড়া শ্মশানের ছাই অগ্নিশিখা-
আমি মাটির স্তব উড়ন্ত
চোখে মুখে আনন্দ বেদনার ধুলি!
কখনো সাদানীল মেঘ
দুর্বলা ঘাসের দলবাঁধা ফড়িং।
আমি সবি দেখি পানির
মতো তীব্র ঢেউ –খানিকটা শীতল-
আমি একবেলা পশুপাখি;
অন্যবেলা ট্রাক কিংবা একা নির্জনে ধর্ষণকারী-
আমার বিচার হোক জনসমুদ্রে
প্রচন্ড মোরা ঝড়ের ধু ধু বালুচরের মধ্যে।
আমার বিবেক কথা কয় না
যেদিন নিজের ভাবচিন্তার বিচার করা শিখবো
সেদিন হয়তো এতটুকু মানুষ হবো!
সেদিন সবিই পাবো আপন বলীয়ান-
অতঃপর আমি নিজের বিচারক।
সহজে সরল কথা গুলোন উঠে আসে আপনার লিখায়।
অভিনন্দন জানাই বাউল কবি মি. সরকার।