নিঃঘুম অপরাধ
ঐ যমুনার অপরাধ জল
আমাকে ভিজে দিয়ে যায়-
অশ্লীলন ঢেউ আমার পাঁজর
ভাঙ্গে-হৃৎপিণ্ড ডুবায় –
শুধু অপরাধ জলে।
মধ্যদুপুর চৈত্রের খরা অপরাধ
আমাকে কুঁরে কুঁরে পোড়ায়
গোধূলির নির্জনে উড়ন্ত ছাই-
নিঃঘুম ব্যাথাগুলো মৃত্যু না চাই
কারণ অপরাধ বলে।
দু’চোখের স্বপ্নপুড়া ঘোর অপরাধ
শেষ প্রহরে নৈঃশব্দে আর্তনাদ-
ফিরে পাওয়ার মুক্ত আকাশ
তবুও বিবেকের দ্বার প্রান্তে অপরাধ
নিঃঘুম ঘাসফুল দোলে।
শুধু স্বকীয় চিন্তা ধারার লিখায় নয়; লিখায় বাস্তবতা রয়েছে।
কবিতার অনুভবের প্রতি শুভেচ্ছা রাখি বাউল কবি মি. সরকার। শুভ সন্ধ্যা।