বর্ষণ ও বিন্দুলতা ♦

বর্ষণ ও বিন্দুলতা ♦

বৃষ্টি এলেই আমাদের বাগানের পাতাগুলো আবার
সবুজ আভায় চিকচিক করে উঠে।গোলাপগুলো-
আমার দিকে তাকিয়ে, জানায় সাদর সম্ভাষণ।
প্রচণ্ড রোদ আর শুষ্কতায় তপ্ত হয়ে উঠেছিল যে মাটি,
প্রশান্তির প্রলেপ মেখে সে ও, হাত বুলোয় নবীন
বিন্দুলতার গায়ে। বর্ষণের শব্দ লিখে, পাখিদের ডানা।

মাঝে মাঝে আমি খুব বেশি ভিজে যেতে থাকি,
মাঝে মাঝে-
বৃষ্টি ধুয়ে দেয় আমার সকল বিষাদ, জলঝাপটায়
আউলা পাতাগুলোর মতো, শ্রাবণী আনন্দে
আমি আমাকে সাজাতে থাকি,
সাজাই সংসার,সংবেদ আর
ভালোবাসার প্রতিটি পঙক্তিমালা।

2 thoughts on “বর্ষণ ও বিন্দুলতা ♦

  1. “বৃষ্টি ধুয়ে দেয় আমার সকল বিষাদ, জলঝাপটায়
    আউলা পাতাগুলোর মতো, শ্রাবণী আনন্দে
    আমি আমাকে সাজাতে থাকি,
    সাজাই সংসার, সংবেদ আর
    ভালোবাসার প্রতিটি পঙক্তিমালা।”

    … ঠিক এই সময় আমার এলাকায় ঝমঝম বৃষ্টি হচ্ছে ইলিয়াস ভাই।
    আমি আমাকে খুঁজে পেলাম। আমি আমার কথা গুলোন খুঁজে পেলাম। :)

  2. বৃষ্টি ধুয়ে দেয় আমার সকল বিষাদ, জলঝাপটায়
    আউলা পাতাগুলোর মতো, শ্রাবণী আনন্দে
    আমি আমাকে সাজাতে থাকি,
    সাজাই সংসার,সংবেদ আর
    ভালোবাসার প্রতিটি পঙক্তিমালা।

    ভালো লাগল কবিতাটি
    ভীষণ এক সত্যের খুব সুন্দর উপস্থাপন;
    প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা –

মন্তব্য প্রধান বন্ধ আছে।