বিবেক মানে কি ?

বিবেক মানে কি ?

আজকের বিবেকটা শুধু
মরুভূমি -নর্দমার জলভূমি-
স্বার্থ ছাড়া কথার ফুটে না ফুল
কদমে কদমে করে দুর্নীতি!

তবুও আজকে একটা বিবেক
শুধু নির্জনতায় কেঁদে উঠুক
বলুক আমি নিঃস্বার্থপর-
যাহা করেছি -ভুল করেছি ।

আমার মাঝে এতটুকু নেই
ধু ধু মরুভূমি, নর্দমার জল
আমি বিবেক ছড়াতে চাই
সুগন্ধ সুবাস -কারণ আমার
আছে পোড়া ছাই আর কবর।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “বিবেক মানে কি ?

  1. পূর্ণ সত্য কথন প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।