বড্ড_পাগল_আছিস_রে

বড্ড_পাগল_আছিস_রে

প্রিয়দর্শিনী পারু!
তুই কেমন আছিস?
তোর বুকের ওম মাখা প্রহরগুলো
এখন আমার শীতল ঘরের ফায়ারপ্লেস!
সেখানে আমি ইচ্ছেমত পুড়ি… শীতল হই।
পারু, তুই কি বুঝিস!
বসে বসে ভাবিস?
একা আমায়?

প্রিয়দর্শিনী পারু
তুই কেমন আছিস?
শীতের নরম রোদে দাঁড়ানো
তুই যে বড্ড কোমল ছিলিস!
পারু! প্রিয়দর্শিনী আমার!
তুই কি জানতিস?

প্রিয় দ..র্শি..নী পারু!
একদিন তুই বলেছিলি
‘তুই বড্ড পাগল আছিস!’
শুনে হেসেছিলাম যদিও
তবে কিছুই অনুভব করিনি আমি।

আজ আমি অনেক কিছু অনুভব করতে চাই!
আমাকে পাগল বলার মত,
আশেপাশে এখন আর তুই নাই।
‘ তুইও বড্ড পাগল ছিলিস রে!’

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

2 thoughts on “বড্ড_পাগল_আছিস_রে

  1. যথেষ্ঠ আবেগ মিশ্রিত লিখা। ভাবালুতা পেয়ে বসলো মি. মামুন। গুড। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।