বড্ড_পাগল_আছিস_রে
প্রিয়দর্শিনী পারু!
তুই কেমন আছিস?
তোর বুকের ওম মাখা প্রহরগুলো
এখন আমার শীতল ঘরের ফায়ারপ্লেস!
সেখানে আমি ইচ্ছেমত পুড়ি… শীতল হই।
পারু, তুই কি বুঝিস!
বসে বসে ভাবিস?
একা আমায়?
প্রিয়দর্শিনী পারু
তুই কেমন আছিস?
শীতের নরম রোদে দাঁড়ানো
তুই যে বড্ড কোমল ছিলিস!
পারু! প্রিয়দর্শিনী আমার!
তুই কি জানতিস?
প্রিয় দ..র্শি..নী পারু!
একদিন তুই বলেছিলি
‘তুই বড্ড পাগল আছিস!’
শুনে হেসেছিলাম যদিও
তবে কিছুই অনুভব করিনি আমি।
আজ আমি অনেক কিছু অনুভব করতে চাই!
আমাকে পাগল বলার মত,
আশেপাশে এখন আর তুই নাই।
‘ তুইও বড্ড পাগল ছিলিস রে!’
যথেষ্ঠ আবেগ মিশ্রিত লিখা। ভাবালুতা পেয়ে বসলো মি. মামুন। গুড।
কবিতার চেয়ে আপনার গল্পের হাত খুব ভালো।