সময়
আর কতোটা সময়, কতোটা স্পর্শে
কতোটুকু দূরত্ব পেছনে ফেলে এলে
বুঝবো তুমি নারী, তুমি ভালোবাসা, তুমিই জগতের আলো
আজ যতোটা বুঝেছি সেইদিন গুলির সব কথাই ছিলো আবেগী
আগামীকে না ভেবে যদি বর্তমানকে জড়িয়ে ধরতাম
ভুল হয়তো ফুল হতো, পুড়তো না আশা
কতোটা কালের পরিবর্তন, আজ ভাবনায় ঝড় তুলে
কাল নয়, যা পেয়ছো তা তুলে নাও
মূহুর্তে অতীত হয়ে যায় সকল আগামী
আজ তুমি নারী, আমি নর; কাল হয়তো পুড়ে যাবে সব
‘বুঝবো তুমি নারী, তুমি ভালোবাসা, তুমিই জগতের আলো’।
____ আমার কাছে ভালো লেগেছে আপনার লিখাটি মি. রুদ্র আমিন। অভিনন্দন।
জেনে খুব ভালো লাগলো ভাইজান।
মি. রুদ্র সাহেব কেমন আছেন? শুভ কামনা রইল।
আমি সব সময় ভালো থাকি, কিংবা থাকার চেষ্টা করি। আপনার জন্যও শুভকামনা।