ভেসে যায় জোছনা ডুবা রাত

ভেসে যায় জোছনা ডুবা রাত

উৎসুক কাঠবাড়িলীর মতো চেয়েছিল পথের বাঁকে। লজ্জাহীনা লজ্জাবতীর মতো আনত নয়নে চেয়ে ছিল অনেক ক্ষণ, তবে কি চেনেছিল তাকে? এত কাল পরে!

তার কি মনে আছে তারে? শ্রাবণের জোছনা ডুবা রাতের কথা। ঘন বরিষনে সে রাত ছিল শ্রাবণ পঞ্চমীর রাত। জলডুবা সিক্ততায় পানকৌড়ির মতো, চুপসে ছিল পথিকের বুকে। চোখ মুদে! ভেসে যায় সব, সর্বনাশের জোয়ারে, ভেসে যায় জোছনা, ভেসে যায় জোনাক জোনাকি, ভেসে যায় জোছনা ডুবা রাত।

২৫, শ্রাবণ/১৪২৪

1 thought on “ভেসে যায় জোছনা ডুবা রাত

  1. ভালোবাসা ভালোবাসা প্রিয় মাটি ও মানুষের কবি বন্ধু মান্নান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।