এত ভাববার কি আছে?
———
তোমাকে দেখতে গিয়ে আর কি হবে
কোন না বাড়ী উঠানে গৃহস্থলির কাজে তুমি ব্যস্ত
জান প্রিয়সী –তোমার আমার খুব মিল
তুমি আমি একই আকাশের নীচে
প্রতিদিন এক-ই চাঁদের মুখ দেখি দুজনে সন্ধ্যে হলে
তা কি কম পাওয়া বল?
প্রতিদিন পৃথিবীর মানুষগুলো ব্যস্ত হবে
ঘুমোবে,খাবে,হাসবে,কাঁদবে
আমি ও তুমি সেরকম-ই মানুষ
ভাববার কি আছে এত ?
সব-ই তো ঠিক আছে
পৃথিবীর সব গাছ আজ পাতা ধরাবে,পাতা গজাবে
রাস্তা সব মানুষ ব্যস্ত হয়ে হেটে যাবে
আমি ও তুমি নিজ নিজ কাজে ব্যস্ত থাকব
যথেষ্ট মিল আছে
আর ভাববার কি আছে?
আমি তুমির বৃত্তটা আসলেই জটিল
কবিতার অনুভব প্রকাশের পর আর তো কোন সমস্যা দেখিনা কবি।
সরল জীবনের খসড়া! বেশ ভালো।