আরণ্যককে মাপা যাবে না

———
আরণ্যকের বিনয়ী হাসির মূল্য হবে কি?
কে দিবে আরণ্যকের কান্নার মূল্য?
এ পৃথিবীতে মানুষের কান্নার ভাবনার মূল্য কি মাপা যায়?
আরণ্যক বাসের জানালা দিয়ে বিশাল পৃথিবী দেখবে
কিছু বাতাস আরণ্যকের চুল উড়াবে
আরণ্যক চুপ হয়ে বসে রইবে
হয়ত সময় পেলে কারোর সাথে কথা বলবে
হেটে যাবে আরণ্যক তার রীতিমত প্রয়োজনীয় জায়গায়
বাজারে ঘাটে
আমি আরণ্যকের স্বর্গীয় স্বভাবকে মাপতে চেয়েছিলাম
অনেক দূর থেকে আরণ্যক ফিরে আসবে ঘরে
আমি তার দূরত্ব মাপতে চেয়েছিলাম
আসলে মানুষের ভাষা ,কথা ,ভাবনা,ব্যথা,হাসি ,কান্না
মাপা যাবে না
মাপা যাবে না
মানুষকে মাপা যাবে না
আরণ্যককে মাপা যাবে না।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

2 thoughts on “আরণ্যককে মাপা যাবে না

  1. পাঠক হিসেবে আপনার লিখাটির পাঠক প্রতিক্রিয়া আমি জানাবো …
    তার আগে আপনার সহ-ব্লগার বা সতীর্থদের মধ্যে অন্তত ১০ টি ব্লগে মন্তব্য দিন।

    শর্তটি খুব কঠিন !! মনে হয় না মি. খালিদ মোশারফ। ধন্যবাদ। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।