ঘাসফুলের ছুঁয়া

ঘাসফুলের ছুঁয়া

বাড়ির সামনে সরিষা পথের মোড়
চলতে ফিরতে কত স্বপ্ন ঘোর–
এক বাগান ঘাস ফুল শুন্যেই উড়েছে-
শুন্যের মাছে আঁধার বুক
এক মুঠো সরিষা ফুল ছুঁয়েছে
সেই আঁধার আমার সঙ্গী হয়েছে।।

সঙ্গী বিরল গাঁয়ে স্মৃতির ভামবিড়াল
শুধু ভাবনার পূর্ণিমা রাত পোড়া বেদুঈন-
এ ভাবেই, চলতে ফিরতে একদিন;
পথের মোড় হবে ভালোবাসার অধীন!
ঐ কৃষ্ণচূড়া তখন স্পর্শ দিবে
হাজার রঙ রাঙাবে রঙিন-
ঐ আঁধার আমায় ছুঁয়েছে!
একটা দু্টা করে ঘাসফুল ফুটবে।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “ঘাসফুলের ছুঁয়া

  1. কবি ও কবিতার জন্য নিরন্তর শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।