অতৃপ্ত

কতকাল তোকে ছুই নি।
গভীর রাতে বিনিদ্রতায়,
তোকে আমি পাই নি।

তোর গোলাপ স্পর্শ ঠোট
স্বর্গীয়তুল্য গাল,কতকাল স্পর্শ করি নি।
চাঁদনী রাতে তোকে পাশে রেখে –
কতকাল জ্যোৎস্না দেখি নি ।

কতদিন চলে গেল–
তোকে পাশে নিয়ে বৃষ্টি তে ভিজি নি।
কত রৌদ্র তপ্ত দুপুর চলে গেল
তোর বুকে মাথা রেখে আমি ঘুমাই নি ।

কতকাল তোর ভালবাসা টুকু –
আমি পাই নি।।

2 thoughts on “অতৃপ্ত

  1. আপনার লিখা গুলোন বেশ পরিচ্ছন্ন মানের হয় মি. পাভেল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।