এখনো প্রতিটি ভোরে শিউলি ঝরে উঠোনের সম্মুখ দ্বারে
এখনো ঘাপটি মেরে বসে থাকে মাছরাঙ্গা- পদ্ম পুকুরে
এখনো সূর্য এসে ছুঁইয়ে দেয় হিজল রাঙ্গা ঠোঁট- বিশুদ্ধ সুরে
এখনো পুড়ে রোজ অন্তর-অভ্যন্তর নির্মম অকাতরে…
এখনো চাঁদ মুচকি হাসে নির্মল অনিমেষে- কাজল রেখায়
এখনো জোয়ার আসে কলকল ধ্বনি তুলে- প্রাণের শাখা প্রশাখায়
এখনো ছন্দ আনে আনন্দ বৃষ্টি ঝরা সন্ধ্যায়- মন মত্ত শ্রবণে
এখনো কারণে অকারণে দাড়াই দক্ষিণা বারান্দায়- উদাসী নয়নে
এখনো আঁকি ছবি
এখনো আমি বিনিদ্র রাতের কবি – অশ্রুত শীৎকার
ক্ষুধায়, দ্বিধায় হত দরিদ্র জীবন নিভৃতে বয়ে যাচ্ছে রুদ্ধ হাহাকার
কবেকার তপস্যায় নিমগ্ন আত্মা; এখনো বুঝিনি স্বাদ শুদ্ধ- অশুদ্ধতার…
দাউদুল ইসলাম।
লিখাটিকে বিশেষ মর্যাদা দেয়ার মতো হয়েছে স্যার।
শিরোনাম এবং বডিতে লিখার অদ্ভুত এক স্বকীয়তা লক্ষ্য করলাম।
ক্ষুধায়, দ্বিধায় হত দরিদ্র জীবন নিভৃতে বয়ে যাচ্ছে রুদ্ধ হাহাকার
কবেকার তপস্যায় নিমগ্ন আত্মা; এখনো বুঝিনি স্বাদ শুদ্ধ- অশুদ্ধতার…
জীবন বাস্তবতার অমুখবানী।