জল ও পানি
আলো আঁধারের মাঝে যতই লুকোচুরি খেলা খেলছি
কখনো দেখিনি নিজেকে,
নিদ্রা চোখে চাঁদ সুরুজের কিরণ যতই খুঁজে বেড়িয়েছি
অন্ধের ঠকঠক শব্দই দিয়েছে আমাকে।
চোখ বন্ধ করলেই দেখি খেলা করে চলেছে জল ও পানি
আমাতে আমি পাই না খুঁজে, দেখি রক্তের অগ্নিশিখা পলকে,
পাশে দাঁড়িয়েছো স্রোতের ভেলায় বারংবার তুমি দিবা-রাতে
আলো গড়ালেই জল ও পানি প্রতিকূলে ডাকে নিজেকে।
আমি আমাতে নেই, তোমাতে কি করে পাবো ঠাঁই?
গত দিনগুলোতে স্রোতের অনুকূল-প্রতিকূলে যেমন পেয়েছি আশ্রয়
জলকে জল, পানিকে পানি চিনিয়ে দাও আজি
বেলার ভেলায় আর হৃদ মন্দিরে যেন তোমাকেই পাশে পাই।
আপনি নিয়মিত হওয়ার পর থেকে বেশ কিছু অসাধারণ লিখা পড়ার সুযোগ হচ্ছে।
অভিনন্দন প্রিয় কবি মি. রুদ্র আমিন।
আপনাদের মতো বড় ভাইয়ের ছায়া মাথার উপর আছে বলেই হয়তো দুর্গম পথকেও সহজ মনে হয়।
শুভেচ্ছা অফুরান।
ভালোবাসাকে আমি অক্সিজেন বলে মানি।