বৃষ্টি তুই
বৃষ্টি ঝরিস যখন তখন
বৃষ্টি ঝরিস মনে
শহুরে পথ লালমাটিয়া
বৃষ্টি ঝরিস বনে।
কে বলেছে জলের ফোঁটায়
আনন্দ গান শুধু
আমার জন্যে বৃষ্টি বিষাদ
বিষণ্ন ঝিম মধু।
পাথর গড়ে পাথর ভাঙে
পাথরগায়ে গাছ
জংলা কোনো রেস্টহাউসে
খেলছে বৃষ্টি মাছ।
মৃত্যু মানে উড়ো চিঠি
জীবন মানে রোদ
বৃষ্টি মানে কথকতায়
ব্যাপ্ত অতীত বোধ।
বৃষ্টি শুধুই রূপকথা নয়
বুনো বন্যায় ভাসে
বৃষ্টি শুধুই আনন্দ নয়
বিষাদ নিয়েও আসে।
youtu.be/gOqMhnsjf8M
চমৎকার বৃষ্টি কাব্যের সাথে অসাধারণ সুর মূর্চ্ছনা। গ্রেট প্রিয় কবি সৌমিত্র।