যদি বৃষ্টি চাও
যদি বৃষ্টি চাও
নিতে পার হাত পেতে
যদি বৃষ্টি চাও
দিতে পারি শ্রাবণ অরন্যে
মেঘ চেয়ে চেয়ে দ্যাখো
আকাশ নীলের চাতালে
যেন বন্য, অভিমানী
হবে হয়তো নর্তকী বিদ্যুষী!
হাওয়ার হারেমে-
সদ্য মেঘকিন্নরী;
সবে রং ধরেছে
খুব চেনা মেঘের মতো!
তোমার আঁচল ভিজে দিতে পারে
যদি জল চাও
দিতে পারে আরন্যক কুসুককলি;
২৮, শ্রাবণ/বর্ষাকাল/১৪২৪
প্রিয় ভালোবাসা হে মাটি ও মানুষের কবি বন্ধু মান্নান।
ভালো লাগল কবি